ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

ফেনীতে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ 

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৪, ৩ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

ফেনীর দাগনভূঞায় যাত্রীবাহি বাস-অটোরিকশার সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০জন। সোমবার (৩ ডিসেম্বর) বেলা ২টার দিকে উপজেলার দাগনভূঞা-বসুরহাট সড়কের দুধমুখা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দাগনভূঞা থানার ওসি সালেহ আহম্মদ পাঠান এই তথ্য জানান।     

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফেনী থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস মহাসড়কের দুধমুখা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারী নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে আরও দুই যাত্রী নিহত হন। 

নিহতরা হলেন- কোম্পানী গঞ্জের গাংচিল এলাকার শাহাজাহানের স্ত্রী খাদিজা বেগম ও তার ছেলে শাকিল এবং ভাতিজা মাহিম নিহত হয়। মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে সিএনজি চালক ইসমাইল নিহত হয়।

এ সময় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের মরদেহ কোম্পানীগঞ্জ হাসপাতালে ও অপর দুইজনের মরদেহ আধুনিক ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দাগনভূঞা থানা পুলিশের পরিদর্শক (ওসি) সালেহ উদ্দিন পাঠান বলেন, বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই এক নারী নিহত হয়েছেন। তার মরদেহ কোম্পানীগঞ্জ হাসপাতালে রাখা হয়েছে। 

নিউজওয়ান২৪/এএস

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত